Saturday, March 13, 2021

বয়সে তরুণ কিন্তু কর্মকান্ডে পরিপক্কঃ প্রদীপ কান্তি দাশ

 


স্বপন কর্মকার লামা প্রতিনিধিঃ তিলে তিলে যে নিজেক প্রস্তুত করে চলেছেন!! তরুন বয়স, কিন্তুু কর্মকান্ডে পরিপক্ক। ছাত্র রাজনীতি থেকে তাঁর মাঝে লক্ষ্য করা গেছে দায়িত্বশীলতা। এখন রাজনীতির সু-দিন। দুর্দিনেও জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপিয়ে তুলতো। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪ দলীয় জোট সরকার আমল ছিল জয় বাংলার মানুষগুলোর জন্য ক্রান্তিকাল।

 সেই কঠিন সময়েও আওয়ামী রাজনীতির রাজ পথ সরব রাখতে ছাত্র নেতা বর্তমান মেয়র মোহম্মদ জহিরুল ইসলাম আর প্রদীপরা বজ্রকন্ঠে জয় বাংলা আওয়াজ তুলতেন। তৎকালীন শাষক দলের নানান ষড়যন্ত্রের দেয়াল উৎরিয়ে আওয়ামীলীগের যেসব লড়াকু সৈনিকরা কোন রক্ত চক্ষুকে ভ্রুক্ষেপ না করে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জানান দিতেন মুজিব সেনারা বান্দরবান জেলার বীর বাহাদুর উশৈসিং এমপির নেতৃত্বে স্বোচ্ছার রয়েছে, তাদের একজন প্রদীপ কান্তি দাশ। প্রদীপ বয়সে কণিষ্ট। 

কিন্তু দায়িত্ববোধ আর রাজনীতির সদাচরনে সে পরিপক্ক। বাংলাদেশ আওয়ামীলীগের নীতি নির্ধারণী মহল বিষয়টি অনুধাবন করেন। যার ফলশ্রুতিতে প্রদীপকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদ দেয়। লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম মোহাম্মদ ইসমাইল, প্রদীপকে ভরসা করতে পারতেন। যদি বলা হয়, প্রদীপকে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর সাহেবও রাজনৈতিক ক্ষেত্রে কেন,অন্যান্য বিষয়েও বিশ্বাস-ভরসা করেন নিশ্চিন্তে, এটা ভুল বলা হবেনা। সমাজে একজন দায়িত্বশীল মানুষ তিল তিল করে গড়ে উঠে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: