
পাকিস্থান ও কাশ্মীরের কিছু কট্টরপন্থী ইসলামের নামে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে চাই। কাশ্মীর এক সময় সম্পুর্ন ভাবে হিন্দু বহুল এলাকা ছিল কিন্তু পরবর্তীতে সেখান থেকে হিন্দুদের তাড়িয়ে এলাকা ইসলামীকরণ করে ফেলা হয়েছে। পাকিস্থান বার বার কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার দাবি তোলে। যদিও কাশ্মীর কোনো ৭০ বছর আগে গড়ে উঠা কোনো পরিচয় নয়, হাজার হাজার বছর ধরে এই কাশ্মীর তার পরিচয়ের সাথে দাঁড়িয়ে রয়েছে। ইসলাম ধর্মের সৃষ্টি হয়নি, তখনও কাশ্মীর ছিল।
কাশ্মীরে যে মুসলিমরা রয়েছে তারা ১০০% ধর্মান্তরিত। কাশ্মীর মূলত মহান ঋষি কাশ্যপ দ্বারা বসানো হয়েছিল। এই ভূমি হাজার হাজার বছর ধরে হিন্দুদের পবিত্র ভূমি ছিল। কিন্তু বিগত কিছু দশকে সেকুলারিজম এর আড়ালে কাশ্মীর ইসলামিক এলাকায় পরিণত হয়েছে।

বর্তমানে কাশ্মীরের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে জিহাদ তথা ইসলামের নামে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা। আর এই কারণেই কাশ্মীর আতঙ্কবাদের আঁতুরঘরে পরিণত হয়েছে। এই বিষয়ে বাকি ইসলামিক ধর্মগুরুরা মুখ লুকিয়ে থাকলেও ইমাম তৌহিদী খোলাখুলিভাবে বিষয়টির উপর আলোকপাত করিয়েছেন।
ভালো লাগলো💘
ReplyDelete