স্বপন কর্মকার, লামা,বান্দরবান প্রতিনিধিঃ- বান্দরবানের লামা পৌরসভার মিশনঘাট মাতামুহুরী নদীর পাড়ে মিঠুন দাশ নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। শনিবার (১৩ মার্চ) সকাল ৭টায় স্থানীয়রা লাশ দেখে বিষয়টি লামা থানা ও জনপ্রতিনিধিদের খবর দেন। ওই যুবকের নাম মিঠুন দাশ (৩০)।
সে লামা পৌরসভার ২নং ওয়ার্ডের নয়া পাড়া মিশনঘাট এলাকার শংকর দাশের ছেলে। প্রত্যেক্ষদর্শীরা জানান, কিভাবে সে মারা গেছে আমরা জানি না। সে লামা বাজারে সেলুন দোকানে কাজ করতো। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিল মোহাম্মদ হোসেন বাদশা বলেন, নিহত মিঠুন দাশের বাড়ি থেকে ৫০ ফুটের মধ্যে মাতামুহুরী নদীর পাড়ে তার লাশটি পাওয়া গেছে।
আত্নহত্যা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে লাশের গায়ে আত্নহত্যার আলামত পাওয়া গেছে, শরীরে অন্য কোন চিন্হ বা আলামত পাওয়া যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি বলে জানান তিনি।
0 coment rios: