Sunday, February 14, 2021

মেক্সিকোকে সাহায্য ভারতের, বন্ধুত্ব অটুট রেখে পাঠানো হল কোভিশিল্ড



ফের বন্ধু রাষ্ট্রকে করোনা ভ্য়াকসিন (Corona vaccine) দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। পুণের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড টিকার ১০ ল্কষ ডোজ পাঠানো হয়েছে মেক্সিকোয়। রবিবারই তা সেখানে পৌঁছে গিয়েছে। এই খবর জানিয়ে টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর মতে, “এতেই আমাদের বন্ধুত্ব প্রকাশ পেল।” টুইটে তিনি স্প্যানিশ ভাষায় ‘আমিস্তাদ’ (Amistad) শব্দটিও ব্যবহার করেছেন, যার অর্থ বন্ধুত্ব। এর আগে বুধবার ডোমিনিকা ও বারবাডোজ ভারতের তৈরি কোভিড -১৯ ভ্যাকসিন পেয়েছে।



করোনা আবহে ভ্য়াকসিন কূটনীতি চলছে বিশ্বজুড়ে। মহামারী যুদ্ধে সাহায্য করতে বিভিন্ন দেশে প্রতিষেধক সরবরাহ করছে ভারত। ইতিমধ্যে ভূটান, মলদ্বীপ, নেপাল এবং বাংলাদেশে পৌঁছে গিয়েছে সেরামের তৈরি কোভিশিল্ড। এবার ভ্য়াকসিন পাঠানো হল মেক্সিকোয়। বিদেশমন্ত্রক তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভারত ২২৯.৭ লক্ষ ডোজ ভ্যাকসিন বিতরণ করেছে সারা বিশ্বে। ব্রাজিল, কানাডা ভারতের কাছ থেকে প্রতিষেধক নেওয়ার আবেদন জানিয়ে রেখেছে।



এই মুহূর্তে ভারতকেই ভ্যাকসিন সরবরাহের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশীয় প্রযুক্তিতে এখানেই তৈরি হচ্ছে কয়েক রকমের ভ্য়াকসিন। দেশবাসীর টিকাকরণের পাশাপাশি বিপুল পরিমাণে তা উৎপাদন করার মাধ্য়মে বিশ্বের বিভিন্ন দেশকেও সরবরাহ করছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশও ভারতের তৈরি করোনা ভ্যাকসিন পৌঁছে যাবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: