Sunday, February 14, 2021

ডিজিটাল প্রচারে কলকাতায় বঙ্গ বিজেপি চালু করল ‘মোদীপাড়া অ্যাপ’


কলকাতায় চালু হল ‘মোদীপাড়া অ্যাপ’; মানুষের হাতের মুঠোয় সোনার বাংলার স্বপ্ন। এমনটাই দাবি বঙ্গ বিজেপির। বঙ্গ বিজেপি তাদের ডিজিটাল প্রচারকে আরও কার্যকর করতে; চালু করল মোদীপাড়া অ্যাপ। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্যই; অ্যাপটি কলকাতায় ও পুরো বাংলায় চালু করা হল; স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে। 


এই মোদীপাড়া অ্যাপ হল, বিজেপি কর্মকর্তাদের এবং বিজেপি সমর্থকদের জন্য একটি সবরকম বৈশিষ্ট্য সম্পন্ন ডিজিটাল কন্টেন্ট এবং হাব। পার্টির কার্যকর্তারা, সমর্থক এবং ভোটাররা; এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক কাজ, সর্বভারতীয় এবং পশ্চিমবঙ্গের বিজেপির কর্মকাণ্ড সম্পর্কে; অবগত থাকতে পারবে।


২০২১ বিধানসভা ভোটের দিকে তাকিয়েই; এই ‘মোদীপাড়া অ্যাপ’ চালু করল বঙ্গ বিজেপি। ফেসবুক, হোয়্যাটসএপ এবং টুইটারের মত সোশ্যাল মিডিয়ায়; এই মোদীপাড়া অ্যাপের বিষয়গুলি শেয়ার করতে পারবে সবাই। বিজেপি সমর্থকরা, এই অ্যাপের মাধ্যমে; হোয়্যাটসএপ স্ট্যাটাস এবং গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের শুভেচ্ছাবার্তা কন্টাক্টে থাকা মানুষদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।


এই অ্যাপের মাধ্যমে বাড়ি থেকেই সব মানুষকে; এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে পারবে বিজেপি। এই অ্যাপটি ওয়ান স্টপ প্লাটফর্ম হয়ে উঠবে; যার মাধ্যমে বিজেপি কার্যকর্তা এবং সমর্থকরা একটি সমষ্টিগতভাবে দলের বার্তা এবং কথা পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ছড়িয়ে দিতে পারে। এই অ্যাপ দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করা এবং আসন্ন নির্বাচনে দলের কাজে এবং প্রচারে; গতি আনা, সাম্প্রতিক তথ্য ছড়িয়ে দেওয়া এবং সোনার বাংলার স্বপ্নকে সফল করবে। জানিয়েছে বিজেপি নেতারা।


ডিজিটাল প্রচারে একটি দৃষ্টান্ত স্থাপন হবে; এই অ্যাপের মাধ্যমে; যার দ্বারা একটি মাত্র বোতাম টিপেই বাড়ি বসে বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। বিজেপি এখন এগিয়ে চলেছে, অনলাইনে সমর্থকদের শক্তিশালী অন-গ্রাউন্ড সাংগঠনিক নেটওয়ার্ককে; আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজে। ‘মোদীপাড়া অ্যাপ’ বিজেপি সমর্থকদের ও কর্মীদের; ভোটের আগেই উৎসাহিত করবে বলেই আশা নেতাদের।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: