Sunday, February 14, 2021

নরসিংদীর মাধবদী পৌরসভায় পুনরায় মেয়র হলেন হাজী মোশাররফ

 


রাজু সাহা রাজীব:  নরসিংদী প্রতিনিধি | নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক পুনরায় নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৭ হাজার ১৩০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আনুর ধানের শীষ প্রতীক পেয়েছেন ৪২৪ ভোট। এ নির্বাচনে বিএনপি থেকে ৮৫ ভোট বেশি পেয়ে দ্বিতীয় হয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনিত হাত পাখা প্রতীকের মেয়র পদ প্রার্থী মনির হোসেন শামিম। তবে একমাত্র নারী মেয়র পদ প্রার্থী (স্বতন্ত্র)ফরিদা ইয়াছমিনের মোবাইল ফোন প্রতীক পেয়েছেন মাত্র ১৭৯ ভোট। রোববার রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: মেছবাহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে মোট বৈধ্য ভোট পড়েছে ১৮ হাজার ২৪২।


ইভিএমে গননা শেষে ১৭,১৩০ ভোট পেয়ে মোশাররাফ হোসেন প্রধান মানিক মেয়র নির্বাচিত হয়েছেন। এদিকে এ পৌরসভায় ১২টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন, ১ নং ওয়ার্ড-কেশব ঘোষ (পাঞ্জাবি মার্কা), ২নং ওয়ার্ড-রাজীব মিয়া (ডালিম মার্কা), ৩নং ওয়ার্ড মনির শাহ (পাঞ্জাবি মার্কা), ৪ নং ওয়ার্ড-শেখ ফরিদ (পাঞ্জাবি মার্কা), ৫ নং ওয়ার্ড-হেলাল উদ্দিন (উটপাখি মার্কা), ৬ নং ওয়ার্ড- দেলোয়ার হোসেন (উটপাখি মার্কা), ৭নং ওয়ার্ড-হায়দার আলী ( উটপাখি মার্কা), ৮নং ওয়ার্ড-গৌতম ঘোষ (পাঞ্জাবি মার্কা), ৯ নং ওয়ার্ড -দেলোয়ার মিয়া (ডালিম মার্কা), ১০ নং ওয়ার্ড- জাকির হোসেন (উটপাখি মার্কা), ১১ নং ওয়ার্ড- নওশের আলী (উটপাখি মার্কা), ১২ নং ওয়ার্ড-বাবুল মিয়া (পানির বোতল), মহিলা কাউন্সিলর হিসেবে ১.২.৩ নং ওয়ার্ড -পিয়ারা বেগম, ৭,৮.৯ ফাতেমা বেগম এবং ১০,১১,১২ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন মায়া রাণী দেবনাথ।


এ নির্বাচনে ভোটারদের স্বত:স্ফুর্ত উপস্থিতিও লক্ষ করা গেছে। পৌরসভায় মোট ৩২৪৮৩ ভোটের মধ্যে আজকের নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ১৮,২৪২ টি এবং বাতিলকৃত ০৯ টি। দুএকটি অনাকাংখিত ঘটনা ও ছোটখাট যান্ত্রিক ত্রুটি ছাড়া ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে কোনরুপ সমস্যা হয়নি বলেও জানান বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারবৃন্দ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: