টেকনাফ থানার অন্তর্গত হোয়াইক্যং বাজার হিন্দু পল্লী পাঁচটি হিন্দু পরিবার আজ অসহায়ত্ব দিন যাপন করতেছে। নিরঞ্জন কমর্কার, সাধন কর্মকার, তপন কর্মকার ১৫০ বছরের বসতভিটা এবং রাখাল কর্মকার, সুধীর কর্মকার ৪০ বছরের বসতভিটা এই পাঁচটি পরিবার দীর্ঘ সময় ধরে সরকারী খাস জায়গায় বসবাস করে আসছে,
গত ১২-০২-২১ মিনিটে রাখাল কর্মকার বাড়িটি মেরামত করতে গেলে সকালে ৯.৩০ মিনিটে হঠাৎ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারির কাঠের অাঘাতে দিপু বালা কর্মকার হাতে ও হাটুতে নীলা ফুলে যায়। ২০১২ সালে ৩০ অক্টোবর যাদের ইন্দনে হোয়াইক্যং বাজার হিন্দু পল্লিতে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই রকম জঘন্যতম অপরাধ করেও অাইনের আওতায় না আসাতে তারা আবার ও সক্রিয় হয়ে বর্তমানে হোয়াইক্যং বাজার পাড়ার পাঁচটি হিন্দু পরিবারকে উচ্ছেদ করার জন্য সাহস পায়।
জঘন্যতম অপরাধ করে ও কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না তাদের খুটির এত জোর কোথায় খুজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? যেখানে মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের বাড়ী নির্মান করে দিচ্ছে সেখান সন্ত্রাস-ভূমি খেকো প্রধানমন্ত্রীর মান সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করতেছে। ২০১২ সালের ৩০ অক্টোবর মন্দির ও বাড়িতে অগ্নি সংযোগ কারি পরবর্তী যখন জানতে পারে সরকারি জায়গায় তাদের বসতভিটা তখন নজরে পড়ে যায় ।
মমতাময়ী মা মাননীয় প্রধানমত্রী দৃষ্টি আকর্ষন করছি। অন্যথায় আবার ও এই সন্ত্রাসবাদ - ভূমি খেকোর কারনে প্রধানমন্ত্রীর মানসম্মান ক্ষুন্ন হতে পারে। মূল হামলা কারির নাম (১)শামসুল ইসলাম পিতা মৃত:মো:হোছন (২)আবদু সালাম পিতা মৃত: ভুলু মিয়া গ্রাম:হোয়াইক্যং, থানা: টেকনাফ জেলা:কক্সবাজার সাথে আরো আছে।
0 coment rios: