সাজা মাথায় নিয়ে নির্ভয়ে করতো ছিনতাই অবশেষে ডিবির জালে কক্সবাজারের শীর্ষ ছিনতাইকারী আরিফ
বলরাম দাশ অনুপম, কক্সবাজার ॥ ‘ছিনতাই’ ছিল তার পেশা-নেশা। আইনশৃঙ্খলাবাহিনীর কড়াকড়ি এবং একের পর এক মামলা, কোন কিছুই তাকে দমাতে পারেনি। এমনকি ‘সাজা’ মাথায় নিয়েও বেপরোয়াভাবে মেতেছিল ছিনতাইয়ে। তার অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। অবশেষে শীর্ষ এই ছিনতাইকারী কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে আটকা পড়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের গোলদীঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শীর্ষ এই ছিনতাইকারীর নাম মোহাম্মদ আরিফ। তিনি কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ আলমের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী বলে জানিয়েছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ সূত্র জানায়, আরিফ শহরের শীর্ষ ছিনতাইকারী। মোবাইল ছিনতাইয়ের একটি ঘটনায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। ডিবি পুলিশ সূত্রমতে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঘোনারপাড়া এলাকার উত্তম কান্তি দে নামে এক ব্যক্তির মোবাইল ও টাকা ছিনতাই হয়। পরে এঘটনায় ডিবি পুলিশ অভিযানে নামে। এক পর্যায়ে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় গোলদীঘিরপাড় এলাকা থেকে ছিনতাইকারী মোহাম্মদ আরিফকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়–য়া বলেন, আরিফ তালিকাভুক্ত ছিনতাইকারী। সে একটি ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে সে ছিনতাইয়ের সাথে জড়িত। কয়েক বছর আগে বিদেশ চলে যায়। পরে বিদেশ থেকে এসে আবারও ছিনতাই শুরু করে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার এক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ও ৫ হাজার টাকা ছিনতাই করে আরিফ। এঘটনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মোবাইলটি তার কাছ থেকে উদ্ধার করা হয়। মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া। এদিকে ছিনতাইকারী আরিফ আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে গোলদীঘিরপাড়, ঘোনারপাড়া, বৈদ্যঘোনাসহ আশপাশের এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। এজন্য ডিবি পুলিশকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
0 coment rios: