কক্সবাজারে শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী পালিত
বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥ ১৮ অক্টোবর কক্সবাজারে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী। শুক্রবার এ উপলক্ষে জেলা শিশু একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
শিল্পকলা একাডেমী কার্যালয়ে অনুষ্টিত সভায় অভিভাবকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
0 coment rios: