কক্সবাজারে রুপালী ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে।। রুপালী ব্যাংক লিমিটেড কক্সবাজার অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটিকে সামনে রেখে সকাল ৯টায় ব্যাংকের নিজস্ব ভবন শহরের লালদিঘীর পাড়ের রুপালী ব্যাংক টাওয়ার থেকে শোক পথযাত্রা বের করা হয়। উক্ত পথযাত্রাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কক্সবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কক্সবাজার কর্তৃক আয়োজিত বিয়াম ল্যাবরেটরি অডিটোরিয়ামের আলোচনা সভায় যোগদান করে। সিনিয়র অফিসার মোঃ নুরুল আমিন ও আলী রেজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত শোকরালীতে উপস্থিত ছিলেন রুবি রাণী মল্লিক-এস.পি.ও, মাইমুনর রশীদ মামুন-পি.ও, কাঞ্চন দাশ- এস.ও, দেলোয়ার হোসেন কাদেরী-এস.ও, মোঃ জসীম উদ্দিন-এস.ও, রুবেল দাশ, জয়নাল আবেদীন, আবদুর রহিম, জমির উদ্দিন, সুধীর কুমার মল্লিক মোঃ দিদার প্রমুখ।
0 coment rios: