Thursday, August 15, 2019

পুকুরে ডুবে শিশুর মৃত্যু বগুড়ার শেরপুরে

Image result for পুকুরে ডুবে শিশুর মৃত্যু
      প্রতিকী ছবি।

বগুড়ার শেরপুরের লাঙ্গলমোড়া গ্রামে দাদার বাড়িতে বেড়াতে গিয়ে ১৪ আগস্ট বুধবার বিকালে পুকুরে ডুবে সাকিব আল হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া গ্রামের শফিকুল ইসলাম শফি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে গত মঙ্গলবার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে পিতা শুকুর মাহমুদের বাড়িতে ঈদে বেড়াতে যায়।
১৪ আগস্ট বুধবার বেলা ১১টার দিকে বাড়ির লোকজন নানা কাজে ব্যস্ত থাকায় সকলের অগচরে সাকিব আল হাসান খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।
এদিকে সন্তানকে না দেখে বাড়ির সবাই খুঁজতে শুরু করে এবং এক পর্যায় তারা পুকুরে নেমে ওই শিশুটিকে অচেতন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: