Sunday, August 18, 2019

চট্টগ্রাম রাউজানে পাঁঠা বলির সময় খড়গে যুবকের হাত বিচ্ছিন্ন

Image result for পূজায় পাঁঠা বলিদানের সময়

চট্টগ্রামের রাউজানে মনসা পূজায় পাঁঠা বলিদানের সময় ব্রাহ্মণের অসাবধানতায় খড়গে (রাম দা) আদিনাথ দে (৩০) নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার দুপুর ১২টার সময় উপজেলার বাগোয়ান ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়ায় রোববার ১২টার দিকে মনসা পূজা উপলক্ষে ব্রাহ্মণ খড়গ দিয়ে পাঁঠা বলি দিতে যান। এ সময় উপরে থাকা ইলেকট্রিক তারেলাগলে খড়গটি পাঁঠা চেপে ধরা আদিনাথের বাম হাতের ওপর পড়ে। এতে হাত কেটে গেলে বাম হাতের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া বলেন, মনসা পূজায় ব্রাহ্মণ পাঁঠা বলিদানের সময় উপরে থাকা তারের সঙ্গে খড়গটি লেগে স্থানীয় আদিনাথ নামের এক যুবকের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: