যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক বিপণিবিতানে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।
এই ঘটনায় জড়িত সন্দেহে এক শেতাঙ্গকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরের শহর এল পাসোর একটি ওয়ালমার্ট স্টোরে এলোপাতারি গুলিবর্ষণ করে এক যুবক।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াস নামের এক শেতাঙ্গকে আটক করেছে তারা।হামলার ভিডিও ফুটেজ ধারণা করা হচ্ছে, প্যাট্রিক ক্রুসিয়াস-ই একা এ হামলা চালিয়েছে। হতাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।টেক্সাসের মেয়র গ্রেগ অ্যাবট একে দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ দিন বলে বর্ণনা করেছেন। নিহত ও আহতের পরিবারে প্রতি শোক ও সমবেদনা জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেক্স/বিবিসি
0 coment rios: