
এবিসি ডেস্ক:ভারতের কোচ হতে চান সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুক্রবার এই ইচ্ছের কথা নিজেই জানিয়েছেন। সেই সাথে এই কথাও জানালেন এখনই সেই সময় আসেনি। মঙ্গলবারই কোচের পদের জন্য আবেদন জানানোর শেষ দিন ছিলো।
আগস্টের মাঝামাঝি সময়ে ক্রিকেট উপদেষ্টা কমিটি সাক্ষাৎকারের ভিত্তিতে বেছে নেবে ভারতের পরবর্তী কোচ। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে দেশের বাইরে রয়েছে বিরাট কোহলির দল। এই সিরিজের জন্য বিশ্বকাপের মাঝেই চুক্তির সময়সীমা বাড়ানো হয়েছে রবি শাস্ত্রীর।
ইতিমধ্যেই রবি শাস্ত্রীর পক্ষে নিজের মতামত জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। কেউ পাশে দাঁড়িয়েছেন তো কেউ বিরুদ্ধে। সৌরভ গাঙ্গুলি অবশ্য বিরাট কোহলিকেই সমর্থন করেছেন। তবে ভারতের কোচ হওয়ার দৌড়ে ইতিমধ্যেই ঢুকে পড়েছে অনেক বড় নাম। সেই তালিকায় রয়েছেন, টম মুডি, লালচাঁদ রাজপুত ও রবিন সিং।
সৌরভ বলেন, ‘আমি অবশ্যই আগ্রহী কিন্তু এই মুহূর্তে নয়। আরও একটা ফেজ যাক তার পর নিজের নামটা এই লড়াইয়ে আনব।’
এই মুহূর্তে অনেকগুলো দায়িত্বে রয়েছে সৌরভ গাঙ্গুলির কাঁধে। একদিনে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট। সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা। এছাড়া নিয়মিত তাকে দেখা যায় ধারাভাষ্যে। এই মুহূর্তে সব ছেড়ে তার পক্ষে ভারতের কোচিং নিয়ে ভাবার সময় নেই।
এক সময় কোচ নির্বাচনের দায়িত্বেও ছিলেন সৌরভ। ছিলেন ক্রিকেট উপদেষ্টা কমিটিতে। এবার সেই দায়িত্বে রয়েছেন কপিল দেব। সৌরভ অবশ্য ইঙ্গিত দিয়েই রেখেছেন, তারা যাকে নির্বাচিত করেছিলেন সেই রবি শাস্ত্রীকে সরিয়ে অন্য কেউ কোচ হওয়ার মতো নেই।
তিনি বলেন, ‘যা আবেদনপত্র জমা পড়েছে তাতে কোনও বড় নাম দেখছি না। আমি শুনেছিলাম মাহেলা জয়াবর্ধনে আবেদন জানাবে কিন্তু পরে তিনি জানাননি। সেখানে আর বিশেষ কোনও বড় নাম নেই। শেষ পর্যন্ত আমি জানি না প্যানেল কী সিদ্ধান্ত নেবে। আর কিছুদিনের মধ্যেই জানা যাবে। দেখা যাক কতদিনের চুক্তি করা হয়। অনেকেই আবেদন জানায়নি। ওনাদের যাকে ভাল মনে হবে তাকেই নিযুক্ত করবে।’
0 coment rios: