শ্রীমদ্ভগবদগীতা মানুষকে সঠিক পথ প্রর্দশন করে- শ্রী অজয় কৃষ্ণদাশ মজুমদার।
সঞ্জয় চক্রবর্তী (মানিক)মহাগর প্রতিনিধি.বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদ এর উদ্যেগে শ্রীমদ্ভবদগীতা বিষয়ক সেমিনার ও অভিষেক পরবর্তী প্রীতি সম্মিলন গত ০২-০৮-১৯ শুক্রবার বিকাল ৪টায় প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্টিত হয়। বাগীশিক মহানগর সংসদ এর সভাপতি শ্রী প্রদ্যুৎ বিশ্বাস এর সভাপতিত্বে শ্রীমদ্ভগবদ গীতা বিষয়ক সেমিনার ও প্রীতি সম্মিলনে প্রধান অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদ এর প্রধান উপদেষ্টা সমাজ অনুভাবক শ্রী অজয় কৃষ্ণ দাশ মজুমদার । চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক প্রকৌশলী সনজয় চক্রবর্তী মানিক ও উত্তম শীল এর সঞ্চালনায় অনুষ্টানের শুভ উদ্ভোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ সম্মানিত পৃষ্ঠপোষক শ্রী সজল বরণ সেন।
আর্শীবাদক ছিলেন বিশিষ্ঠ ধর্মতত্ববিদ মহানগর সংসদ এর উপদেষ্ঠা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অনুষ্টানের মঙ্গলপ্রদীপ প্রজ্ঝলন করেন বাগীশিক মহানগর সংসদ এর প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা লায়ন শ্রী অসিত সেন। সংবর্ধেয় অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিট্রন চেম্বার এর পরিচালক ,রাষ্ট্রপতি কতৃক শিল্প উদ্দোক্তা পুরষ্কার প্রাপ্ত সমাজসেবক শ্রী অজিত কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক মহানগর সংসদ এর উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চেীধুরী। শ্রীমদ্ভবদগীতা বিষয়ক সেমিনার ও অভিষেক পরবর্তী প্রীতি সম্মিলনে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উপদেষ্টা প্রকৌশলী আশুতোষ দাশ,প্রফেসর ডাঃ সুযত পাল, শ্রী দিলীপ দাশ,ডাঃসুভাষ চন্দ্র সূত্রধর,বাগীশিক কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রী ঝন্টু চেীধুরী,মহানগর উপদেষ্ঠা সুকুমার দাশ,পৃষ্ঠপোষক স্বপন সাহা,লায়ন মানিক রতন শর্মা,কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাসিক জোর্তিময় প্রকাশক এস প্রকাশ পাল,প্রকেীশলী সুমন সেন,ডাঃ অঞ্জন দাশ,চন্দন দেবনাথ,উত্তর সংসদ এর ভারপ্রাপ্ত সম্পাদক শিক্ষক শিবু দাশ,সাংগঠনিক সম্পাদক অর্জুন দেবনাথ, প্রিয়াশীষ চক্রবর্তী, মহানগর সংসদ এর সাবেক সভাপতি নিখিল রঞ্জন রায় সহ মহানগর ও থানা সংসদ নেতৃবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাগীশিক মহানগর সাধারণ সম্পাদক প্রকৌশলী সনজয় চক্রবর্তী মানিক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর সংসদ এর সিনিয়র সহ সভাপতি শ্রী রুপক কুমার রক্ষিত,অভিষেক উদযাপন পরিষদের সমন্বয়কারী ও মহানগর সাংগঠনিক সম্পাদক ডাঃ বিবরণ দাশ সহ থানা সংসদ এর নেতৃবৃন্দ।
১ম পর্বে শ্রীমদ্ভবদগীতা বিষয়ক সেমিনার ও বার্ষিক সমাপনী পরীক্ষা বিষয়ে আলোচনায় আলোচক ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অধ্যাপক বনগোপাল চেীধুরী, আশীষ কুমার পাঠক, সুকুমার নাথ, গীতা প্রশিক্ষক প্রিয়াশীষ চক্রবর্তী,মিল্টন রায়,অর্পূব সৃত্রধর ,সুমন দেব,অভি নাথ,আশীষ চেীধুরী সহ বিভিন্ন গীতা স্কুলের প্রশিক্ষকবৃন্দ। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন বাগীশিক পরিচালিত অভয়মিত্র মহাশশ্বান গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীবৃন্দ। উদ্ভোধনী নৃত্য পরিবেশন করেন ডবলমুরিং টিএন্ডটি কলোনী গীতা স্কুলের শিক্ষাথীবৃন্দ ও অদ্রি চেীধুরী। অনুষ্টানে যাদু প্রদর্শন করেন বিশিষ্ঠ যাদুশিল্পী সানু ধর। অনুষ্টানে মহানগর সংসদ এর কর্মকর্তাবৃন্দ, থানা সংসদ এর উপদেষ্টামন্ডলী ও কর্মকর্তাবৃন্দ, গীতা প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন, গীতা শিক্ষার প্রচারে বাগীশিক সকল সারথিদের একসাথে কাজ করে যেতে হবে। শ্রীমদ্ভবদ গীতা মানুষকে মুক্তির পথ প্রদর্শন করে। অনুষ্টানে অভিষেক এর আয়-ব্যয় প্রতিবেদন উপস্থাপন করেন মহানগর অর্থ সম্পাদক সুমন সেন। সভায় আগামী বার্ষিক সমাপনী পরীক্ষা অভিন্ন সিলেবাসে করার বিষয়ে সিন্ধান্ত হয়। গীতা মনিটরিং টিম ও থানা সংসদকে আরো বেশি কার্যকরী ভৃমিকা রাখার জন্য বক্তারা অনুরোধ জানান। অনুষ্টানে গীতা স্কুলের শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।
0 coment rios: