
নিজস্ব প্রতিবেদন: এবার পাকিস্তানের বেলুচিস্তানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল মূর্তি গড়ার পরিকল্পনা চলছে।বালুচ নেত্রী নায়েলা কাদরী জানিয়েছেন, বালুচিস্তানে ভারতের পিএম মোদির মূর্তি নির্মাণের ঘোষণা করে দিয়েছে। অবশ্য এর আগেও নায়েলা কাদরী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি স্বাধীন বেলুচিস্তান নির্মাণ করবেন বলে ঘোষণা করেছিলেন। নায়েলা কাদরী মোদিকে হিরো বলে আখ্যা দেন এবং বলেন পাকিস্তান চীনের সাথে মিলে বালুচ বংশকেই শেষ করতে চায়। পাকিস্তান বালুচদের হত্যা করছে।আমরা স্বাধীন হতে চাই।
নায়েলা স্পষ্ট জানান,বালুচিস্তানকে স্বাধীন করতে যদি ভারত সাথ দেয় তবে পরবর্তী সময়তে বালুচিস্তান ভারতকে জ্বালানি ক্ষেত্রে সাহায্য করবে। মধ্য এশিয়ার সোজা রাস্তা ভারতকে স্বাধীন বালুচিস্তান থেকে পাবে, হিঙলাজ মাতার দর্শনের জন্য কোনো ভারতীয়কে ভিসা নেওয়ার দরকার পড়বে না।এরপরই তিনি বলেন যদি বালুচিস্তান স্বাধীন হয়ে যায় তবে সেখানে ভারতের মোদির মূর্তি প্রতিষ্ঠা করবো। নায়েলা কাদরী বলেন যে বালুচিস্তান নিজের স্বাধীনতার জন্য লড়াই করছে। মোদিজি যেসিদ্ধান্ত নিয়েছে,বিশ্বের কোন নেতা তার মতো আওয়াজ ওঠায়নি।
বালোচ নেত্রী আরও বলেন, পাকিস্তান গত ৭০ বছর ধরে আমাদের উপর অত্যাচার করছে, মোদি আমাদের হিরো, মোদি আমাদের ভাই। বালুচ নেতা বলেন আমরা বালুচেরা ১ বাটি জলের বদলে শত বছর ধরে তার আনুগত্য থাকি, আমরা প্রাণ দিয়ে এখনো অব্দি মাতা হিঙলাজের মন্দিরকে সংরক্ষিত করেছি।
আমি মনে করি ভারতের উচিত বালুচদের সাহায্য করা।।
ReplyDeleteপাকিস্তানের অন্যায় আগ্রাসন থেকে স্বাধীন হতে সাহায্য করা।।