Thursday, August 15, 2019

পঞ্চায়েত ভোটে বিরোধীদের বাধাদান নিয়ে প্রশ্ন তুলেছিলাম : শোভন

Image result for পঞ্চায়েত ভোটে বিরোধীদের বাধাদান নিয়ে প্রশ্ন তুলেছিলাম : শোভন

নিজস্ব প্রতিবেদন: বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া শিবিরে নাম লেখালেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপি যোগদানের পরই কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন। বললেন, তৃণমূলে থাকতেই পঞ্চায়েত ভোটে বিরোধীদের বাধাদান নিয়ে প্রশ্ন তুলেছিলাম।এইভাবেই নতুন দলে যোগ দিয়ে পুরনো দলকে বিঁধেছেন শোভন চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দানের অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি থেকে শুরু করে সমস্ত বিরোধী দলগুলি সেই অভিযোগ তুলে সরব হয়েছিল। সেই প্রসঙ্গই দলের অন্দরে তুলেছিলেন বলে এদিন দাবি করেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃণমূলে যখন ছিলাম, একাধিক দায়িত্ব পালন করেছি। কেন পঞ্চায়েত ভোটে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল ও বিরোধীদের প্রার্থী হতে দেওয়া হয়নি, দলে সেই প্রশ্ন তুলেছিলাম। কোনও সুরাহা হয়নি।’

একইসঙ্গে বললেন, ‘দেশ ও দশের জন্য সাহসী পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী মোদী।এবারের লোকসভায় ‘মোদী ও শাহের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে বিজেপি। তারপর দেশ ও দশের জন্য সাহসী সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।অপরদিকে গেরুয়া শিবিরে যোগদানের পর বিজেপি নেতা মুকুল রায় শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসা করে বলেন , শোভনবাবু ৩৪ বছর ধরে রাজনীতি করছেন। বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: