কক্সবাজার হিন্দু মহাজোটের অঙ্গ-সংগঠন জেলা হিন্দু যুব মহাজোট গঠণ করা হয়েছে। ১৪ আগস্ট কক্সবাজার শহরের হোটেল সিলভার সাইন হলরুমে অায়োজিত হিন্দু মহাজোট আহবায়ক প্রস্তুতি কমিটির আহবায়ক হিমান দত্ত রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় যুব হিন্দু মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও পবিত্র গীতাপাঠ করেন জেলা হিন্দু মহাজোটের উপদেষ্টা মাস্টার হরিসাধন পাল।
জেলা হিন্দু মহাজোটের যুব বিষয়ক সম্পাদক দীপংকর দাশ হৃদয়ের সঞ্চালনায় ১ম অধিবেশনে স্বাগত বক্তব্য রেখে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক সুজন চক্রবর্তী। এসময় অতিথিবৃন্দকে ফুলের শুভাশিষ দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ।
পরে সুজন চক্রবর্তীর সঞ্চালনায় ২য় অধিবশেন বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুব হিন্দু মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে, চট্টগ্রাম জেলার হিন্দু মহাজোটের নেতা এড. রসিক লাল বৈদ্য, ডা: সুমন কান্তি দাশ, কক্সবাজার জেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার চক্রবর্তী পিন্টু, নির্বাহী সভাপতি ও মুখপাত্র পলাশ সুশীল, সাধারণ সম্পাদক সাংবাদিক শিপন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক লবা কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক লালন পাল, অর্থ সম্পাদক সুমন কান্তি দাশ, প্রচার সম্পাদক সুজন পাল, কক্সবাজার জুয়েলারি সমিতির সদস্য সজল ধর, লামা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি বিপ্লব দে প্রমুখ। এসময় ফাঁসিয়াখালী ইউনিয়ন হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুভাষ রুদ্রের নেতৃত্বে ফাঁসিয়াখালী ইউনিয়ন হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ সহ নতুন হিন্দু যুব মহাজোটের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে হিমান দত্ত রুবেলকে আহবায়ক, পরিমল কান্তি দাশকে যুগ্ম আহবায়ক, স্বপন রুদ্রকে সদস্য সচিব ও দীপংকর দাশ হৃদয়কে প্রধান সমন্বয়কারী করে আহবায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রিয় যুব হিন্দু মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে।
0 coment rios: