
কলকাতা ময়দানে খেলোয়াড়দের বেতন না মেলার সমস্যা খুব একটা নতুন কিছু নয়। কিন্তু ক্রিকেট মাঠে এই ঘটনার কথা খুব একটা শোনা যায় না। বিশ্বজুড়ে চলা নানা ফ্র্যাঞ্চাইজি লিগে তো টাকা এক কথায় ‘ওড়ে’। কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজি লিগেই এবার বেতন না মেলার অভিযোগ। আর তাঁর জেরে ক্রিকেটারদের অভিনব বিদ্রোহে থমকে গেল কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-২০ লিগের একটি ম্যাচ।বুধবার ওই টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা ছিল টরন্টো ন্যাশানালস ও মন্ট্রেয়াল টাইগার্সের। টরন্টো দলের অধিনায়ক আবার যুবরাজ সিং। কিন্তু ম্যাচ শুরুর আগে বেতন না পাওয়ায় হঠাৎ করেই টিম বাসে উঠতে টালবাহানা শুরু করেন দুই দলের খেলোয়াড়রা। পুরো ঘটনার কথা টুইট করে প্রকাশ্যে আনেন সেদেশের সাংবাদিক পিটার ডেল পেন্না। তিনি জানান, সকাল দশটায় দুই দলের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর ৭৫ মিনিট আগেও খেলোয়াড়রা মাঠে আসেননি।যদিও ম্যাচ এইভাবে থমকে যাওয়ার কারণ হিসেবে গ্লোবাল টি-২০ লিগের আয়োজকরা জানান, টেকনিক্যাল কিছু সমস্যার জন্য খেলা শুরু হতে দেরি হয়েছে। সকাল দশটার বদলে দুপুর ২.৩০ থেকে ম্যাচ শুরু হয়।অন্যদিকে, ম্যাচ ফিক্সিং নিয়েই ওই টুর্নামেন্টে বিতর্ক শুরু হয়েছে। পাক ক্রিকেটার উমর আকমল জানান প্রাক্তন এক ক্রিকেটার তাঁকে ম্যাচ ফিক্স করার ‘অফার’ দিয়েছেন। আকমল উইনিপিগ হকসের হয়ে ওই লিগে খেলেন। তাঁর অভিযোগ দলের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত প্রাক্তন খেলোয়াড় মনসুর আখতার তাঁকে ম্যাচ ফিক্স করার প্রস্তাব দিয়েছেন। সূত্রের খবর এই নিয়ে ইতিমধ্যেই পিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে জানিয়েছেন উমর। পাশাপাশি লিগে কমিটিকেও অভিযোগ জানিয়েছেন তিনি।
0 coment rios: