
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগে নয়া নজির গড়লেন দক্ষিণ আফ্রিকান স্পিনার কলিন অ্যাকারম্যান। বার্মিংহ্যাম বিয়ার্স দলের বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে একাই সাত উইকেট নিলেন লেস্টারশায়ার ফক্সেস দলের অধিনায়ক। অবিশ্বাস্য এই পারফরম্যান্সের ফলে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এর আগে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির ছিল সমারসেটের আরুল সুপাইয়ার। ২০১১ সালে পাঁচ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়েছিলেন তিনি।ম্যাচের দ্বিতীয় স্পেলে মাত্র দুই ওভার বল করেছিলেন অ্যাকারম্যান। মাত্র ১২ বলেই ছয় উইকেট নেন তিনি। এর আগে প্রথম স্পেলে এক উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে তাঁর বেস্ট বোলিং ফিগার ছিল ২১-৩।
তিনি যে বিশ্বরেকর্ড গড়েছেন, এটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না ওই প্রোটিয়া বোলার। ম্যাচের শেষে দলের বাকি সতীর্থদেরও জয়ের সমান কৃতিত্ব দেন তিনি। প্রসঙ্গত, ম্যাচের শুরুতে প্রথমে ব্যাট করে ১৮৯/৬ করে লেস্টারশায়ার। হ্যারি সুইন্ডেল ও লুইস হিল দু’জনেই অর্ধশতরান করেন।
0 coment rios: