Monday, July 29, 2019

দেশের সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল তৈরি করতে চলেছেন মোদি, চিকিৎসা মাত্র ১০ টাকায়

Related image

দেশের সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল উদ্বোধন করতে চলেছেন মোদি। কুরুক্ষেত্র থেকে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটের উদ্বোধন করবেন তিনি৷ প্রকাশিত খবর অনুযায়ী আপাতত ৪০ টি বেড আছে এখানে। চলতি বছরে ৪০০ করার ইচ্ছে আছে। ওপিডিতে ৮০-১০০ জন রোগীর চিকিৎসা করার ব্যবস্থা আছে।
ডক্টর জিকে রথ জানান দিল্লির এইমস থেকে এখানে রোগী আনা হচ্ছে। আগামী বছরে ৫০০ টি বেড হয়ে যাবে।মার্চ থেকে অপেরাশন থিয়েটার ও রেডিওথেরাপির কাজ শুরু হবে। এখানে প্রোটন থেরাপির ব্যবস্থা আছে বলেও জানা গেছে। এই থেরাপির মাধ্যমে ক্যান্সার কোষকে টার্গেট করা হয় এবং এর ফলে শরীরের অন্যত্র কোথাও রেডিয়েশনের প্রভাব পড়েনা। প্রাইভেট হসপিটালে এই যন্ত্রের মাধ্যমে চিকিৎসার খরচ প্রায় ২০-২৫ লক্ষ টাকা।কিন্তু এই হসপিটালে খরচ হবে মাত্র ১০ টাকা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: