Thursday, June 12, 2025

ইসরায়েলকে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে: আয়াতুল্লাহ খামেনি

 

      ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফাইল ছবি


তেহরানে হামলার জন্য ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ‘তিক্ত ও যন্ত্রণাদায়ক’ পরিণতির জন্য দেশটিকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি।


আজ শুক্রবার ভোররাতে তেহরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


হামলার প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনি একটি বিবৃতি দিয়েছেন বলে আল জাজিরার লাইভে বলা হয়েছে। ইরানের সরকারি ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) বিবৃতিটি প্রকাশ করেছে।
এতে বলা হয়, আজ ভোরে ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশে নোংরা ও রক্তাক্ত হাত ব্যবহার করে অপরাধ করেছে। আবাসিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে তারা তাদের আচরণ আগের চেয়েও বেশি প্রকাশ করেছে। এই সরকারকে কঠোর শাস্তি পেতে হবে। 


বিবৃতিতে আয়াতুল্লাহ খামেনি বলেন, শত্রুর আক্রমণে বেশ কয়েকজন কমান্ডার এবং বিজ্ঞানী শহীদ হয়েছেন। আল্লাহ চাইলে তাঁদের উত্তরসূরী এবং সহকর্মীরা অবিলম্বে তাঁদের দায়িত্ব পালন শুরু করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত করেছে এবং এটি অবশ্যই ভোগ করতে হবে।


প্রতিবেদন বলছে, ভোররাত ৩টার দিকে হামলা হয়েছে। ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। হামলা হয়েছে তেহরানের বেশ কয়েটি স্থানে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। হামলা হয়েছে নাতানজ পারমাণবিক স্থাপনায়।


ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।
হামলা অব্যাহত রাখারা ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামলা যতক্ষণ প্রয়োজন ততক্ষণই চালানো হবে। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: