Wednesday, June 9, 2021

চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার ৬ নং বারখাইন ইউনিয়নের ধানপুরা বাজার সড়কের বেহাল দশা

 

আনোয়ারা ৬ নং বারখাইন ইউনিয়নের দক্ষিণ শোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের চলাচলের রাস্তা ও দক্ষিণ শোলকাটা এবং  উত্তর শোলকাটা গ্রামের প্রায় ১০০০  মানুষের চলাচলের এই সড়কটি বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে বৃষ্টির দিনে চলাফেরা করতে আমাদের খুবই কঠিন হয়ে পরে, আমাদের জানা মতে আনোয়ারা থানাতে চলাচলের রাস্তা এই রকম বেহাল দশা আর চোখে পড়েনি,


আমরা শুনে আসছি এই সড়ক টি আনোয়ারা মাটি ও মানুষের নেতা মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু সাহেব থাকা কালীন সময় থেকে রাস্তা উন্নয়ন প্রকল্প কার্যক্রম শুরুর কথা, দিন শেষ হয়ে রাত আসে  সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, আমরা এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী আনোয়ারা গন মানুষের নেতা আমাদের অভিভাবক আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি বহুদিন ধরে শুনে আসছি এ রাস্তার টেন্ডার হয়েছে কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কোন রকম উন্নয়নের ছোঁয়া আমাদের এলাকায় লাগেনি, সব জায়গায় কিন্তু উন্নয়নের জোয়ার বইছে তাহলে কেন এ রাস্তার এই পরিনিতি, 


অনেকেই মুখে মুখে শুনা যাচ্ছে এই রাস্তার জন্য কোন টেন্ডার আসলে সেটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, বিষয় টা  গনমাধ্যম কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসক কে খতিয়ে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, , আমাদের বিশ্বাস মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ মহোদয়ের নজরে আসলে অতি শিগগিরই এই রাস্তার উন্নয়ন মূলক কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করছি সবাইকে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি সবাই শেয়ার করে  এবং লাইক কমেন্ট করে ভায়রাল করুন, যাতে করে মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়ের নজরে আসে


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 comment:

  1. Ignition is a website I log onto so that I can relax, have some enjoyable and, most importantly, win poker. If you don’t see a verification link from their casino inside a couple of minutes, 제왕 카지노 be sure to|make positive to|remember to} examine your “spam” folder. Secondly, you’ll want to examine your e-mail inbox for a confirmation link from Ignition. You should know ahead of time that you just won’t ready to|be succesful of|have the ability to} wager through fiat currencies right here.

    ReplyDelete