Wednesday, June 9, 2021

ফটো এরিনা বাংলাদেশ এর ৩দিনব্যাপী ওয়েডিং ওয়ার্কসপ সম্পন্ন


ফটো এরিনা বাংলাদেশ এর উদ্যোগে ৭ , ৮ ও ৯ জুন ৩ দিন ব্যাপী ওয়েডিং ফটোগ্রাফি কর্মশালা "ফেব ওয়ার্কশপ অন ওয়েডিং ফটোগ্রাফি " চট্টগ্রাম নগরীর জামালখান "ওয়ান্স ওন প্লাটফর্মে অনুষ্টিত হয়।

৩ দিন ব্যাপী এই ফটোগ্রাফি কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ওয়েডিং ফটোগ্রাফি কে নান্দনিক গল্পে রূপ দিয়ে যে ভিন্ন ধারার প্রবাহ আজ সমগ্র এশিয়া ও বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে সেই রীতিতে নিজেদের উজাড় করে দেওয়া দুইটি শীর্ষস্থানীয় ওয়েডিং ফটোগ্রাফি টিম : ১) টিম চিত্রগল্প ( অভিজিৎ নন্দী ও আল আমিন আবু আহমেদ আশরাফ দোলন) ২) টিম রেমিনিসেন্স ( আতা মোহাম্মদ আদনান ও রেশাম বাপ্পি) উক্ত কর্মশালায় ওয়েডিং ফটোগ্রাফির প্রাথমিক জ্ঞান থেকে শুরু করে ওয়েডিং ফটোগ্রাফির সব দিক তুলে ধরা হয়। 

এর মধ্যে উল্লেযোগ্য কিভাবে ওয়েডিং ফটোগ্রাফিতে আপনার নিজের স্টাইল তৈরি করবেন, কিভাবে ক্লায়েন্ট এর সাথে আপনার লেনদেন সম্পন্ন করবেন, কিভাবে ওয়েডিং ফটোগ্রাফি প্যাকেজগুলির দাম নির্ধারণ ও ক্লায়েন্ট এর কাছে উপস্থাপন করবেন, কীভাবে দিনে এবং রাতে সৃজনশীল শট নেওয়া যায় , ফটোশপ এবং লাইটরুম ব্যবহার করে কীভাবে আপনার তোলা বিবাহের ছবি গুলো এডিট করবেন এবং আরো অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়. এ ছাড়া উপস্থিত ফটোগ্রাফেরদের ফটোগ্রাফি বিষয়ক নানান প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকরা ।

প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহনকারী মাধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় আয়োজকরা জানান আলোকচিত্র শিক্ষা ও প্রসার এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালা ফটো এরিনা বাংলাদেশ এর দ্বিতীয় আয়োজন। ভর্বিষ্যতে আলোকচিত্রের আরো বিভিন্ন দিক নিয়ে নতুন নতুন নানা প্রদক্ষেপ ও উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান আয়োজকরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: