
চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভাস্থ জলদিতে অবস্থিত শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনে ১৮ই জুন শুক্রবার খাদ্য সামগ্রী বিতরণ এবং অনাথ শিশুদের মাঝে নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করেছে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা।
স্বামী বিবেকানন্দের অমিয় বাণী " জীবে প্রেম করে যেইজন,সেইজন সেবিছে ঈশ্বর "কে সফল করতে মানবতার বাহন রুপে কাজ করে যাচ্ছে জাগো হিন্দু পরিষদ তথা তাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠন। সাথে সনাতনী শিশু কিশোর কিশোরীদের ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় গীতা বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করার পাশাপাশি দিচ্ছে নৈতিক শিক্ষা।
শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন আশ্রমে জাগো হিন্দু পরিষদ বাঁশখালী কতৃক আয়োজিত এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সনাতনী সমাজের অনাথ শিশুদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সম্মানিত সাধারণ সম্পাদক টিটু শীল অর্প, অর্থ সম্পাদক অরুপ দাশ রুবেল, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সহ সমাজ বিষয়ক সম্পাদক অন্তর আচার্য্য এবং জাগো হিন্দু পরিষদ বাঁশখালী উপজেলার সভাপতি সঞ্জয় দাশ, সাধারণ সম্পাদক নারায়ণ মল্লিক প্রমুখ।
Casino Roll
ReplyDeleteCasino Roll Casino. Casino Roll is a 배팅사이트 new online 윌리엄 힐 casino launched in 2013. It boasts all the important elements sbobet of traditional slots 토토 프로토 like blackjack, roulette 1xbet 우회 and Rating: 3 · 1 vote