Friday, June 18, 2021

৬৬ শতাংশের ভরসা মোদীর উপর, পিছনে ফেললেন বাইডেন-মার্কেল-ট্রুডো-ম্যাক্রোঁকে




করোনা আবহে বারংবার সমালোচনার মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে। তবে এর জেরে খুব একটা প্রভাব পড়েনি মোদীর জনপ্রিয়তার উপর। এমনই তথ্য উঠে এল সাংপ্র্তিক এক সমীক্ষায়। 'মর্নিং কনসাল্ট' নামক এক মার্কিন ডেটা ইন্টেলিজেন্স ফার্মের সমীক্ষা বলছে এখনও ৬৬ শতাংশ মানুষ ভরসা করেন মোদীর উপর। ভরসা হারিয়েছেন ২৮ শতাংশ মানুষ। ভারতের ২,১২৬ প্রাপ্তবয়স্কের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল।


এই সমীক্ষা বিশ্বের ১৩টি দেশে হয়। সেই তালিকায় শীর্ষে রয়েছেন মোদী। মোদী পিছনে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ফ্রান্সের মতো দেশের রাষ্ট্রপ্রধানদের। 'গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার'-এ মোদীর নিচেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তাঁর উপর ভরসা দেখিয়েছেন ইতালির ৬৫ শতাংশ মানুষ।


এরপরই তালিকায় রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। তাঁর উপর ভরসা রেখেছেন ৬৩ শতাংশ মানুষ। এরপর তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তাঁর উপর ভরসা রেখেছেন ৫৪ শতাংশ মানুষ। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রয়েছেন এর পরে। তাঁর উপর ৫৩ শতাংশ জার্মান ভরসা রেখেছেন। একই শতাংশ ভরসা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর।


এরপর তালিকায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর উপর ভরসা রেখেছেন সেদেশের ৪৮ শতাংশ মানুষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর ভরসা রয়েছে ৪৪ শতাংশ ব্রিটিশ নাগরিকের। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন-এর উপর ভরসা রয়েছে ৩৭ শতাংশ মানুষের। এরপর ক্রমতালিকায় পর্যায়ক্রমে রয়েছেন স্পেনের রাষ্ট্রপ্রধান পেদ্রো সাঞ্চেজ (৩৩৬ শতাংশ), ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো (৩৫ শতাংশ), ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (৩৫ শতাংশ), জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা (২৯ শতাংশ)।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 comment:

  1. Celebrities typically make headlines because of of} one specific ‘Habitual Overseas Gambler’ legislation, which restricts locals from playing at overseas casinos properly as|in addition to} their own, with the only real} exception. All casinos featured on this page provide welcome bonuses model spanking new|for model new} gamers. Moreover, all platforms also provide promotions for regular users, and you need to} check out at|try} these as well. Opened in 2011, the casino presents its gamers a aggressive sport 1xbet of poker whereas enjoying their vacation in the area. As a means to earn from tax revenues, South Korea permits casinos to remain open for enterprise however their clients can only be foreigners. The area has 18 casinos however just one is legally open for his or her locals and this one is situated in the remote and hard-to-access Gangwon Province the place the 2018 Olympics was held.

    ReplyDelete