
এবার সংবাদমাধ্যম কার্যালয় উড়িয়ে দিয়েছে ইসরায়েল। শনিবার (১৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয়ে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী।
হামলার আগে ভবনের সাংবাদিক ও আবাসিক অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছিল ইসরায়েল।
শনিবার সন্ধ্যায় আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গাজায় ১১তলা ভবনটিতে হঠাৎ হামলা চালানো হয়। নিক্ষিপ্ত বোমায় মুহূর্তেই ভবনটি ধসে পড়ে। এ সময় কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছিল ধ্বংসস্তূপ থেকে।
ভবনটিতে থাকা আল জাজিরার সাংবাদিক সাওফাত আল-কাহুলত বলেন, ‘মাত্র দুই সেকেন্ডে শেষ হয়ে গেছে সব। হামলার আগে তারা সতর্ক করেছিল। আমার পেশাগত জীবনে আমি খবরের জন্য অনেক কাজ করেছি এখানে বসে।’
ষষ্ঠ দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া তারা একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। এতে ৮ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে হামলার জবাবে সশস্ত্র গোষ্ঠী হামাসও রকেট ছোড়া অব্যাহত রেখেছে। হামাসের রকেট হামলায় ৯ ইসরায়েলি মারা গেছে।
0 coment rios: