বিজয় চন্দ্র সরকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। কিশোরগঞ্জ বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নবদূর্গা পুজার সাবেক সভাপতি প্রদীপ সরকার গত রাত ১:৪১ মিনিটে পরলোক গমন করেছেন! দিব্যান্ লোকান্ স গচ্চতু। তিনি দীর্ঘদিন কিডনী জনিত রোগে ভুগছিলেন তার অকাল মৃত্যুতে বড় বাজার ব্যবসাই মহল এবং তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে ব্যবসাইমহল ও এলাকাবাসী তার মৃত্যুতে প্রয়াতের বিদেহী আত্মার সদগতি, শান্তি ও স্বর্গবাস কামনা করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। আজ ৩০/০৪/২০২১সকাল ১১ ঘটিকায় তার মরদেহ বত্রিশ আমলীতলা মহাশ্বশ্মান ঘাটে অন্তুষ্টিক্রিয়া সম্পুর্ন করা হবে।
Friday, April 30, 2021
Author: sanatan tv
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: