Monday, March 15, 2021

পটুয়াখালী সংখ্যালঘু ১২-বছরের কিশোরী ধর্ষণ চেষ্টার ঘটনা ৫০০ টাকায় মিমাংসার প্রস্তাব!



পটুয়াখালীর দুমকিতে সংখ্যালঘু পরিবারের ১২বছরের এক কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী লম্পট জামাল শিকদার (৪৫) খালি বাড়ি পেয়ে ওই কিশোরীকে টেনে হিঁচড়ে রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে।


বৃহস্পতিবার(১১ মার্চ) অভিযুক্ত জামাল সিকদারকে গ্রেফতার করে কোর্টে পাঠায় পুলিশ। এদিকে, ভিকটিমের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য পাঠানো হয়েছে। এর আগে ঘটনার ৬দিন পর বুধবার রাতে দুমকি থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে ভিকটিমের পরিবার।


স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ওই কিশোরী (১২) ধর্ষণের অপচেষ্টার শিকার হয়।


নির্যাতনের শিকার ওই কিশোরীর মা রাধাঁ রাণী অভিযোগ করে বলেন, ঘটনার দিন দুপুরে রান্না ঘরে আমার মেয়েকে একা পেয়ে পাশের বাড়ির জামাল শিকদার জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। আমি পাকের ঘরে গিয়ে দেখে ফেলায় জামাল পালিয়ে যায়। বিষয়টি গোপন রাখার জন্য আমাকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। প্রভাবশালী লম্পটের পরিবারের ভয়ে সন্তস্ত্র অসহায় কিশোরীর পরিবারটি মামলা করতেও সাহস পাচ্ছে না।


বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে শালিস বৈঠকের নামে মাত্র ৫০০ টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার অপচেষ্টাও করা হয়। টাকা নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে কিশোরীর মা বলেন, ‘কেন, আমার মেয়ের ইজ্জতের মূল্য কি ৫০০ টাকা। টাকা লাগবেনা, প্রয়োজনে ভিক্ষা করে খাব।’


থানা পুলিশকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, ‘হ, থানা থেকে দুইজন স্যার আইছিল। আমার আর মাইয়ার কতা ভিডিও কইরা নেছে। আনেক আগেই স্বামী মইরা গেছে দুনিয়াতে আমার একটা ছেলে আর এই মাইয়া (মেয়ে) ছাড়া কেউ নেই।’


স্থানিয় ইউপি সদস্য আবদুল রাজ্জাক (রাজা মেম্বর) বলেন, ‘জ্বি, আমরা স্থানীয়ভাবে একটা মীমাংসার চেষ্টা করেছিলাম তবে এখন থানা পুলিশ ও আপনারা (মিডিয়া) জেনেছেন আমাদের হাতে এখনতো আর কিছু নেই।’ ৫০০ টাকার বিয়য়ে জানতে চাইলে বলেন, ‘হ্যাঁ আমিও এরকম একটা কথা শুনতে পাই।’

অভিযুক্ত জামাল শিকদারের মেঝ ভাই মো. জাহাঙ্গীর শিকদার ঘটনাটি সম্পূর্ণই মিথ্যে ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, ‘আমাদের সম্মানহানি করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ওই গোপন ষড়যন্ত্রের সাজানো নাটক এটি।’


দুমকি থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, অভিযুক্ত জামাল সিকদারকে বুধবার রাতে আঙ্গারিয়া এলাকা থেকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: