বাঙালিকে কখনো দমিয়ে রাখা যায়নি। পাকিস্তানের শোষণ, বঞ্চনা, বৈষম্যে ও পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে বাঙালি তথা পূর্ব বাংলার জনগণ দিনের পর দিন নিষ্পেষিত হতে হতে তীব্র ক্ষোভে জ্বলে উঠেছিল। এ সময় মুক্তির মহানায়ক হিসেবে বাঙালি জাতিকে উজ্জীবিত করে তোলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি স্বাধিকার আন্দোলনে বাংলা ও বাঙালির ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এদেশে গড়ে ওঠেছিল জাতীয় ঐক্য। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদের পাশে ছিল সমগ্র জাতি। আর সে কারণেই মুক্তিযুদ্ধে জয়লাভ করা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা সহজতর হয়েছিল। বর্তমান প্রজন্ম স্বাধীনতা যুদ্ধ চোখে না দেখলেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দেখে সৌভাগ্যের ভাগীদার।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু'র নেতৃত্বে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ছাত্রলীগের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ
0 coment rios: