
রোববার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে যান তিনি। সেখানে কিছুক্ষণ থাকার পর আবার বেরিয়ে যান। এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি সাকিব।
২০১৮ সাল থেকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন সাকিব।
এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বলেন, সাকিব দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পূর্ব নির্ধারিত একটি বিষয়ে আলোচনা করতেই আজ দুদকে আসেন।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সাকিবকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক। একইসঙ্গে সাকিব যে ভুল স্বীকার করেছেন তার মাধ্যমে সে উচ্চ নৈতিকতার পরিচয় দিয়েছেন। দুর্নীতিবিরোধী কার্যক্রমে আমরা সামনেও সাকিবকে চাইব। আমাদের আশা করছি, সাকিব আগের মতোই আমাদের পাশে থাকবেন।
প্রসঙ্গত, জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এই নিষেধাজ্ঞার চার দিন পর দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে আসেন সাকিব আল হাসান।
0 coment rios: