চট্টগ্রাম ৮ আসনের জনগণের আস্থা সুকুমার চৌধুরী।
চট্টগ্রাম আট আসনে শ্রদ্ধেয় বাদল ভাইয়ের মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে নৌকার প্রতীক কে পাবে তা নিয়ে নির্বাচনী মাঠ বেশ গরম। চাঁদ গাঁ - বোয়ালখালী আসনে রাজনৈতিক দিক ব্যাতিরেখে যদি কোন সমাজ সেবকদের কথা চিন্তা করেন তবে জনাব নূরুল ইসলাম বি,এস,সি সাহেব এবং বাবু সুকুমার চৌধুরীর নাম সামনে চলে আসে। যারা নিঃস্বার্থ ভাবে সমাজের কথা ভেবেছে এবং ভাবছে। ১৯৯১ সালের পর এই পর্যন্ত নৌকার প্রতীক নিয়ে যে কয় জন প্রার্থী ঐ আসনে নির্বাচন করেছে প্রত্যেকের নির্বাচনের পেছনে বাবু সুকুমার চৌধুরীর অবদান ছিল অপরিসীম । ৯১ সালের বন্যা, কোন অসহায় কন্যাদায় গ্রস্ত পিতার পাশে থাকা, মন্দির, এতিমখানা, মাদ্রাসা, বেকার যুবকদের কর্ম সংস্থান থেকে শুরু করে সর্বক্ষেত্রে উনার উদার মনের পরিচয় পাওয়া যায়। সামর্থ্য থাকা কয়জন মানুষই বা সমাজিক কাজে নিজেকে বিলিয়ে দিতে পারে ? বর্তমান প্রেক্ষাপটে কোন পদ-পদবীতে না থেকে দল তথা সামাজিক অবদানের জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা নৌকার প্রতীক বাবু সুকুমার চৌধুরীর হাতে তুলে দেন তবে চাঁদ গাঁ, বোয়ালখালী বাসী খুবই খুশী হবে বলে মনে করি।
0 coment rios: