হৃসুক-বার্তা প্রত্রিকা এর কেক কেটে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
গুণীজন ও সমাজকর্মীদদের উপস্হাপন আমাদের লক্ষ্য হৃসুক-বার্তা মাসিক প্রত্রিকা " হৃত সনাতন সংঘের উদ্বোধন কার্যালয় (হ্নসুক) এর মূখপত্র [ স্বধর্ম সর্স্হাপন ও মানব কল্যানের ব্রতনিয়ে হৃসুক এর যাত্রা ] আজ ২২সে নভেম্বর রোজঃ শুক্রবার সকাল ১০: ৩০ মি: সময় ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন (নিচ তলা) প্রেস ক্লাব চট্রগ্রাম ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুস্টান অনুস্টিত হয়। উক্ত অনুস্টানে উদ্বোধক ছিলেন প্রকৌশলী প্রবীর কুমার সেন প্রধান প্রৌকশলি, বিতরণ দক্ষিণাজেলা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্রগ্রাম, চেয়ারম্যান, দি চিটাগং ট্রাস্ট- বাংলাদেশ (সিটিবি),প্রকাশক,হৃসুক বার্তা ডাঃ শ্রী নারায়ন চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অতিরিক্ত ডি.আই.জি, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ,চট্রগ্রাম শ্রী শ্যামল কুমার নাথ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক করেন পরিচালক, হৃসুক' কেন্দ্রীয় কমিটি,চট্রগ্রাম মাভৈঃ শ্রীমতি অন্নপূর্ণা দেবী, প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন প্রধান উপদেষ্টা, হৃসুক' কেন্দ্রীয় কমিটি, বিশিস্ঠ ধর্মতত্ববিদ, গবেষক ও সমাজ চিন্তাবিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, মহান অতিথির মধ্যে উপস্হিত ছিলেন সহকারি সম্পাদক, দৈনিক পূর্বদেশ,চট্রগ্রাম সাংবাদিক শ্রী দেবদুলাল ভৌমিক, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা,বান্দরবান, কার্যকরী সভাপতি, বাংলাদেশ বৈদিক পরিষদ, কোঃ কঃ, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সভাপতি, বাংলাদেশ বৈদিক পরিষদ, উত্তর জেলা এড. শ্রী নিরন্জন কুমার চৌধুরী, অধ্যক্ষ, সিটি গ্রামার স্কুল, চট্রগ্রাম অধ্যক্ষ মিসেস হিমাদ্রী শেখর ঘোষ, সভাপতি লামা শ্রী শ্রী কেন্দ্রীয় হরিমন্দির পরিচালনা পরিষদ, লামা,বান্দরবান, প্রকৌশলী প্রশান্ত ভট্রচার্য্য, মূখ্য আলোচক হিসাবে উপস্হিত ছিলেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ, চট্রগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাংলাদেশ বৈদিক পরিষদ চট্রগ্রাম দক্ষিণ জেলা শ্রী দোলন কান্তি নাথ, যুগ্ন- সম্পাদক বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ, চট্রগ্রাম মহানগর পন্ডিত শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী (বিশু) প্রমূখ।
0 coment rios: