স্বপন কর্মকার, লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের দুর্গম চিউনী খাল পাড়া এলাকায় এক নারীকে জবাই করে খুন করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে নিজ বাড়িতে খুন করে। ভোরে নামাজ পড়তে উঠে পরিবারের লোকজন জবাই করা লাশ দেখতে পেয়ে লামা থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়। খুনের শিকার মহিলা গোলাপী বেগম (৪৮) সদর ইউনিয়নের চিউনী খাল পাড়ার মো. শাহজাহানের স্ত্রী। খুনের কারণ এখনো জানা যায়নি। সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 coment rios: