Tuesday, August 13, 2019

নাইটক্লাব, তাও আবার হালাল!! চালু করছে সৌদি আরব

নাইট ক্লাব! তাও আবার হালাল! অদ্ভুত এই ধারণা নিয়ে বিশ্বের প্রথম হালাল নাইট ক্লাব চালু হচ্ছে সৌদি আরবে। সেখানে নারী পুরুষের একসঙ্গে নাচ-গানের সুযোগসহ থাকছে রাতের জীবনের সব সুবিধাই। শুধু থাকছেনা মদ বা নেশা জাতীয় পানীয়।
সম্প্রতি রাজপরিবারের এক সাবেক বধু সব গোমর ফাঁস করার পর এবার এককাঠি সরেস হয়ে নিজেরাই খোলামেলা সিদ্ধান্ত জানিয়েছে পরিবারটি। এর ফলে নিজের খোলস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে মুসলিমদের পবিত্র ভূমির দেশটি।
 বুধবার সৌদি রাজপরিবারের পক্ষ থেকে দেয়া ঘোষনায় বলা হয়, নাইট ক্লাবটি চালু করা হবে জেদ্দা শহরে। তবে এটা অন্য নাইট ক্লাবের মতো এটা হবে না। এটা হবে ‘হালাল নাইট’ ক্লাব। এখানকার সব খাবার হালাল হবে।

দুবাই ও বৈরুতের বিখ্যাত ব্র্যান্ড নাইটক্লাব হোয়াইটের শাখা হিসেবে জেদ্দায় চালু হবে এটি। এতে থাকবে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জ। হালাল নাইটক্লাবে ওয়াটারফ্রন্ট থাকবে, এর সঙ্গে থাকবে বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা। ইলেকট্রনিক ডান্স মিউজিক, বাণিজ্যিক মিউজিক, হিপহপ মিউজিক উপভোগ করা যাবে হালাল নাইট ক্লাবে।
এ নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে নাচের ফ্লোর। নারী-পুরুষ সবার জন্য এ ফ্লোর উন্মুক্ত থাকবে। হোয়াইটের সব ধরনের সুযোগ-সুবিধাই এখানে পাওয়া যাবে। তবে এই নাইটক্লাবে মদজাতীয় পানীয় পাওয়া যাবে না। সৌদিতে মদ কেনাবেচা অবৈধ। আর কেউ যদি মদ কেনাবেচা করেন, তাঁকে শাস্তি পেতে হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সৌদি সরকারের নাইট ক্লাব চালুর উদ্যোগের কঠোর সমালোচনা চলছে।  সূত্র: ইন্ডিয়া টাইমস, আরব নিউজ


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: