বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ঢাকা মহানগর সংসদ কতৃক আয়োজিত গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এম পি বলেন, গীতা শিক্ষায় বাগীশিক সারা দেশে একটি অনন্য নজির স্থাপন করছে। গীতা শিক্ষার প্রচার প্রসার ও এর বাণী অনুধাবনের মাধ্যমে সমাজের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। সমাজের বিশৃংখলা দূর করতে গীতার বাণী অনুধাবনের কোন বিকল্প নেই। গত ২ আগষ্ট শুক্রবার ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বাগীশিক ঢাকা মহানগর সভাপতি রোটারিয়ান রত্নেন্দু ভট্টাচার্য এর সভাপতিত্বে কর্মশালা ও সেমিনারের উদ্বোধন করেন গুলশান বনানী পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি সুকুমার চৌধুরী ও আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এড তপন কান্তি দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব প্রনয় কান্তি বিশ্বাস,বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভাট্রাচার্য,যুগ্ম সচিব অমর চাঁদ বণিক,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-প্রকল্প পরিচালক উপ-সচিব সুরেন্দ্রনাথ সাহা, গণআজাদী লীগ এর সভাপতি এড.এস.কে.সিকদার,বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল, কেন্দ্রীয় কমিটির সভাপতি দেশপ্রিয় চৌধুরী (বিনয়) সহ-সভাপতি শ্যামল সরকার,বাগীশিক কেন্দ্রীয় সংসদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা.অঞ্জন কুমার দাশ,

বাগীশিক ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ডা.বি.কে.মন্ডল সৈকত, ও মহিলা সম্পাদিকা স্বর্ণলতা দেবীর সঞ্চালনায় কর্মশালা ও সেমিনারে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাগিশীক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক,পলাশ কান্তি নাথ ( রনি) যুগ্ম সাধারণ সম্পাদক এড.শুভাশিষ শর্মা ঢাকা মহানগর সভাপতি রোটারিয়ান রত্নেন্দু ভট্টাচার্য ও ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সমীর বিশ্বাস, ঢাকা মহানগর সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, শুকলাল নন্দী।

সেমিনারে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় পৃষ্টপোষক অরুণ চন্দ্র মজুমদার, দপ্তর সম্পাদক সজীব দত্ত(সৌরভ), সমাজকল্যাণ সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন, কেন্দ্রীয় কর্মকর্তা পার্থ সারথী আইচ, ঢাকা মহানগর উপদেষ্টা এড বিনয় কৃষ্ণ পোদ্দার, সিলএট মহানগর সভাপতি ডাঃ মালা রানী দে, কক্সবাজার কর্মকর্তা জ্যোতি মল্লিক ( বাবু) প্রমূখ। কর্মশালায় প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ, আওনদপত্র,প্যাড, কলম ও শ্রীমদ্ভাগবতগীতা বিতরন করা হয়।
Part of Yamaha's premium Aventage range, the RX-A2A is the beneficiary of a shiny aesthetic revamp as well as|in addition to} an injection of next-generation connectivity that will future-proof it for the coming years. There’s greater muscle than before, but it is also even lither and better outlined. If we had to use one word to explain the sound of this receiver, it sogirlav.com will be ‘confident’. The AVR-X2700H doesn’t strive too exhausting to impress, as a nervously underpowered price range amp may.
ReplyDelete