পরিবেশ রক্ষায় বন ও বৃক্ষের গুরুত্ব অপরিসীম-জেলা প্রশাসক
বলরাম দাশ অনুপম কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেছেন-পরিবেশ রক্ষায় বন ও বৃক্ষের গুরুতপূর্ণ। শুধু তাই নয় মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতেও এর প্রয়োজনীয়তা রয়েছে। অার সেই পরিবেশ রক্ষায় স্হানীয়দের এগিয়ে অাসতে হবে। জেলা প্রশাসক শনিবার সকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অায়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান, বনজ ও ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুস্টানে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক অা.ক.ম শাহরীয়ারের সভাপতিত্বে অনুস্টিত উক্ত অনুস্টানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাইসিটি) অামিন অাল পারভেজ, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) হক মাহবুব মোর্শেদ, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো: হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন নার্সারী মালিক সমিতির উপদেস্টা মৌলভি সাবির অাহমদ। অনুস্টানের শুরুতে পবিএ কোরঅান তেলওয়াত করেন ফরেস্ট মসজিদের ইমাম অাতিকুর রহমান ও পবিএ গীতা পাঠ করেন ফরেস্টার অবনী কুমার রায়।
0 coment rios: