
অনলাইন ডেস্ক ॥ মাগুরায় এক ছাগলের দাম উঠেছে দুই লক্ষ
টাকা । দাম হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা । ছাগল মালিক দুই লক্ষ টাকা হলে
বিক্রি করবেন । মাগুরায় ব্যাক্তি উদ্যোগে গড়ে উঠেছে ছাগল পালন খামার ।
ছাগল বিক্রি করে লাভবান হচ্ছে পালনকারিরা । খামারে পালনকৃত ছাগল
চট্রগ্রামের পটিয়ার মনসা পূজার ছাগলের হাটে নিয়ে খামারীরা বিক্রি করেন
উচ্চ মূল্যে। খামারে অন্যসব ছাগল বিক্রি হয় প্রকার ভেদে ২৫ হাজার টাকা
থেকে এক লক্ষ বিশ হাজার টাকা মূল্যে ।
0 coment rios: