
সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা হয়েছে।
উপজেলার গাড়াদহ ইউপির চরনবীপুর নূরজাহান
মযহার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষা
উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
সাবেক ভিসি প্রফেসর ড. আবদুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী
কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম
সদস্য চয়ন ইসলাম, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের
চেয়ারম্যান প্রফেসর ড. মকবুল হোসেন, সিরাজগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র
সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান।
বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন। সভা শেষে শাহজাদপুরে বন্যা কবলিত একশ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর সরকারি
বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবদুস সাত্তার, ইউএনও নাজমুল হোসেন খান,
শাহজাদপুর সার্কেলের এডিশনাল এসপি ফাহমিদা হক শেলী প্রমুখ।
0 coment rios: