Saturday, August 24, 2019

আরব আমিরাতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব জায়েদ’ দেয়া হচ্ছে নরেন্দ্র মোদীকে

Image result for আরব আমিরাত পৌঁছেছেন নরেন্দ্র মোদী

সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুদাবি পৌঁছেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (২৩ আগস্ট) তিনি আবুদাবি পৌঁছান।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছিল চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব জায়েদ’ পাচ্ছেন নরেন্দ্র মোদী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২৩ ও ২৪ আগস্ট আমিরাত সফরে যাবেন মোদী। তখনই তাঁকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।

সে অনুযায়ী আজ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ বছর এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ঘোষণা করেন, তাঁর ‘প্রিয় বন্ধু’ মোদীকে এই সম্মান দেওয়া হবে। আবুধাবির যুবরাজ টুইট করে বলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। আমার প্রিয় বন্ধু মোদীসেই যোগাযোগ দৃঢ়তর করে তুলেছেন। এই অবদানের স্বীকৃতি হিসাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাঁকে জায়েদ পদক প্রদান করবেন।’’

তবে, তখন এই পুরস্কার প্রদানের সময় বা তারিখ জানানো হয়নি। জায়েদ মেডেল বা অর্ডার অব জায়েদ হল আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজা বা অন্যান্য রাষ্ট্রপ্রধানকে ওই পদক দেওয়া হয়।

এর আগে এই সম্মান পেয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, ইরিট্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়েরকি। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: