Friday, August 9, 2019

জম্মু ও কাশ্মীরের অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

জম্মু ও কাশ্মীরের অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

জম্মু ও কাশ্মীরের অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিবৃতি দিয়ে এমনই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র।

বিবৃতিতে কাশ্মীর উপত্যকা বিষয়ে জাতিসংঘের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়, জম্মু ও কাশ্মীরের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনও পদক্ষেপ যেন না নেয় ভারত ও পাকিস্তান। পাশাপাশি বলা হয়েছে- কাশ্মীর বিষয়ে জাতিসংঘের অবস্থান নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি উদ্বিগ্ন। জম্মু ও কাশ্মীরের স্বায়ত্বশাসনের অধিকার দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ গত ৫ অগস্ট বাতিল করেছে ভারত সরকার।

এরপর থেকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত। যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় পাঁচশোরও বেশি কাশ্মীরি আটক। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। পাশাপাশি কোরবানির ঈদের শুভকামনা জানান।

তিনি বলেছেন,জম্মু-কাশ্মীরে ঈদের সময় যেন কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ রাখছে সরকার। অপর দিকে পাকিস্তান সরকার এই পদক্ষেপে নিজেদের অসন্তোষ জানিয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: