Thursday, August 8, 2019

আত্মহত্যা করলো লাভ জেহাদের শিকার রিম্পা পাল

4 

আবার লাভ জেহাদের বলী হল একটি হিন্দু মেয়ে। এবারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগণা জেলার, শ্যামনগর রামমোহন পল্লী। মেয়েটির নাম রিম্পা পাল। বয়স মাত্র ২০ বছর। গত ১৫ই আগস্ট সকালে, নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার আগে শেষ জবানবন্দীতে জনৈক সুরজকে তার এই চরম সিদ্ধান্তর জন্যে দায়ী করে রিম্পা এবং তার ফাঁসির দাবী করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে যে হিন্দু নামধারী সুরজের আসল নাম আহেদ আলি। রিম্পাকে মিথ্যা পরিচয় দিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলে। রিম্পার পরিবারের অভিযোগ অনুসারে, পুলিশ আহেদ আলিকে গ্রেফতার করলেও কোনও অজ্ঞাত কারনে রিম্পার পরিবারকে FIR কপি দেয়নি বলে জানতে পারা গেছে। আহেদ আলির পরিবারের আর্থিক ও সামাজিক প্রভাবের কথা চিন্তা করে কেসটি ইচ্ছাকৃতভাবে হালকা করে দেয়ার আশঙ্কা করছে রিম্পার পরিবার।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: