
প্রাথমিক তদন্তে জানা গেছে যে হিন্দু নামধারী সুরজের আসল নাম আহেদ আলি। রিম্পাকে মিথ্যা পরিচয় দিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলে। রিম্পার পরিবারের অভিযোগ অনুসারে, পুলিশ আহেদ আলিকে গ্রেফতার করলেও কোনও অজ্ঞাত কারনে রিম্পার পরিবারকে FIR কপি দেয়নি বলে জানতে পারা গেছে। আহেদ আলির পরিবারের আর্থিক ও সামাজিক প্রভাবের কথা চিন্তা করে কেসটি ইচ্ছাকৃতভাবে হালকা করে দেয়ার আশঙ্কা করছে রিম্পার পরিবার।
0 coment rios: