Tuesday, August 6, 2019

বঙ্গোপসাগরে ভাসমান ৩ জেলে জীবিত উদ্ধার


বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥ ৬ আগষ্ট বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে ভাসমান অবস্থায় ৩ জেলেকে উদ্ধার করেছেন বাংলাদেশ নৌ বাহিনী। মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজ ‘নির্মূল’ এসব জেলেদের জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন, মোঃ শাকিল, মিনহাজ উদ্দিন ও শওকত আহমেদ। তাদের নৌবাহিনীর ওই জাহাজে প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় খাবার দেয়ার পরে তাদের আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়। নৌবাহিনী সূত্রে জানা গেছে-বঙ্গোপসাগরে নৌবাহিনী পরিচালিত নিয়মিত টহল ‘অপারেশন প্রতিরোধ’ এ থাকাকালে ‘বানৌজা নির্মূল’ কুতুবদিয়া লাইট হাউস থেকে ৯ কিলোমিটার দূরে একটি মাছ ধরার বোটকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় থাকা বোট থেকে তিন জেলেকে উদ্ধার করে বানৌজা নির্মূলের সদস্যরা। মহেশখালীতে দোকানির ছুরিকাঘাতে যুবক নিহত বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥ ৬ আগষ্ট কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর মুদির ছড়া বাজারে মঙ্গলবার সকালে এলাকায় নাস্তার বিল নিয়ে বাক-বিতন্ডার জের ধরে দোকানির ছুরিকাঘাতে আবদুল করিম প্রকাশ কালামিয়া (৩৫) এক যুবক নিহত হয়েছেন। সে ওই এলাকার কালুমিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় নাস্তার দোকানদার আবদু শুক্করের দোকানে চা-নাস্তা খেয়ে পাঁচ টাকার কম-বেশি বিল নিয়ে দোকানদার আবদু শুক্কুর ও নিহত কালামিয়ার বাক-বিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে দোকানে থাকা ছুরি দিয়ে দোকানদার আবদু শুক্কুর কালামিয়ার পেটে আঘাত করে। এতে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে ঘাতককে গ্রেফতার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: