
অবশেষে স্বীকার করে নিলেন রোনালদো, ক্যাথরিনের মুখ বন্ধ রাখার জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন তিনি। ২০১০ সালে তিন লাখ ৭৫ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন বলে পর্তুগিজ তারকার আইনজীবীরা স্বীকার করে নিয়েছেন।
মার্কিন মডেল ক্যাথরিন অভিযোগ করেছিলেন রোনালদো ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন। লাস ভেগাস প্রশাসন গত মাসে জানিয়েছিল, রোনালদোকে অপরাধী সাব্যস্ত করার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ পায়নি তারা। তাই অভিযোগ থেকে মুক্তিও দেওয়া হয় তাঁকে।
পরে রোনালদোর আইনজীবীরা জানিয়েছেন, ক্যাথরিনের সঙ্গে আগেই এ ব্যাপারে মিটমাট হয়ে গেছে। গোপন চুক্তিও হয়েছিল ২০১০ সালে ৩৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে।
তবে এই ঘটনায় রোনালদোর মা দোলোরেস বলেন, ‘যাই হোক না কেন, আমার ছেলেকে আমি চিনি। তবে ও(ক্যাথরিন) নিশ্চয়ই রোনালদোর হোটেলে শুধু তাস খেলতে যায়নি।’ বান্ধবী জর্জিনা রদ্রিগেজকেও পাশে পেয়েছেন রোনালদো।
0 coment rios: