রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেননি সাবেক
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংসদ সদস্য (এমপি) না হয়েও বিশেষ
বিবেচনায় শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পেলেন তিনি। 'বাস্তবিক অবস্থার
নিরিখে' শর্তসাপেক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) টয়োটা ল্যান্ড ক্রুজার
স্টেশন ওয়াগন জিপ আমদানিতে তাকে এ সুবিধা দিয়েছে।
সোমবার (১৯ আগস্ট) এনিবআরের চট্টগ্রাম কাস্টমস হাউসের দ্বিতীয় সচিব
জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়,
সাবেক সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমদানি করা একটি
টয়োটা ল্যান্ড ক্রুজার স্টেশন ওয়াগন জিপ শুল্কমুক্ত সুবিধায় ছাড় করার
লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সুপারিশ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাধ্যমে
জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, পর্যালোচনায় দেখা যায় যে, তিনি দশম জাতীয় সংসদের
সংসদ সদস্য ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও ১১তম জাতীয় সংসদে
পুনঃনির্বাচিত হননি। সে পরিপ্রেক্ষিতে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা
প্রাপ্য না হলেও বাস্তবিক অবস্থার নিরিখে এ ক্ষেত্রে উক্তরূপ (শুল্কমুক্ত)
সুবিধা প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।
আমদানি করা গাড়িটি (টয়োটা ল্যান্ড ক্রুজার-ভি৮,
চেসিজ-JTMHV05JX04271792, মডেল-২০১৮) খালাসের ক্ষেত্রে আমদানি শুল্ক, মূল্য
সংযোজন কর ও সম্পূরক শুল্ক থেকে তিনটি শর্তে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এগুলো হচ্ছে- আমদানিকৃত গাড়ি আমদানির পরবর্তী ৫ বছরের মধ্যে অন্যত্র
হস্তান্তর কিংবা বিক্রি করতে পারবে না। গাড়ি আমদানির পর ৫ বছর অতিবাহিত
হওয়ার আগেই বিক্রি কিংবা হস্তান্তর করলে কর দিতে হবে। গাড়ি রেজিস্ট্রেশন
হস্তান্তর কিংবা বিক্রির ক্ষেত্রে এনিবআর থেকে পূর্বসম্মতি গ্রহণ পূর্বক এই
সংশ্লিষ্ট শুল্ক ভবনে দাখিল করতে হবে। এছাড়াও আমদানিকৃত গাড়ির মালিক ৫ বছর
অতিবাহিত হওয়ার আগেই মৃত্যুবরণ করেন, তার উত্তরাধিকারীদেরকে কোনোরূপ শুল্ক
পরিশোধ করতে হবে।
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: