Wednesday, August 7, 2019

পুরুষের পছন্দের নারীদেহ কোনটি? উঠে এলো গবেষণায়


নারীদেহের আকার ও আকৃতিতে বৈচিত্র্যের শেষ নেই। কিম কার্দাশিয়ানের বাঁকবহুল দেহ কিংবা সুপার মডেলের স্লিম দেহ, এ সব একেক জনের কাছে একেক ধরনের পছন্দের হয়ে ওঠে। অধিকাংশ পুরুষরা নারীর কোন ধরনের দেহ পছন্দ করেন? তা দেখতে পরীক্ষা চালান বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা তিন ধরনের নারীদেহ বেছে নেন। এদের ধরন বাঁকবহুল, পাতলা এবং অ্যাথলেট। তিন জন নারীকে দেখেন এক দল পুরুষ। যে পুরুষরা দেখেছেন তাদের চোখে লাগানো হয় স্পর্শকাতর আই-ট্র্যাকিং ডিভাইস। অর্থাৎ তারা কোনদিকে বেশি চোখ দিচ্ছেন তা বুঝতে পারবেন বিশেষজ্ঞরা।


যে তিন জন মডেল ছিলেন তাদের একজন অ্যাথলেট দেহের অধিকারী ৩০ বছর বয়সী সোফিয়া ডি ল্যান্সি, বাঁকবহুল দেহের অধিকারী ২৭ বছর বয়সী স্টেফানি এবং স্লিম দেহের অধিকারী ৩৫ বছর বয়সী ডি লা রোচে। তারা একটি কক্ষে অবস্থান করেন। সেখানে ১০ জন পুরুষ প্রবেশ করে তাদের দেখেন। সেখানে স্টেফানি দেখান কার্দাশিয়ানের মতো কার্ভি দেহ। আর অন্য দুজন যেন দুই সুপারমডেল।

পুরুষরা কার দিকে বেশি তাকাচ্ছেন তার তথ্য নেওয়া হয় আই-ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে। মোট ৩০ সেকেন্ড সময়ের মধ্যে তারা কার দিকে কতক্ষণ তাকিয়ে থাকেন তা দেখা হয়।


তিন জন মডেলের পরনে ছিল আবেদনময়ী পোশাক। ছোট ডেনিম প্যান্ট আর আঁটোসাঁটো ভেস্ট টপ। পুরুষদের একজন টনি। তার কাছে সোফির অ্যাথলেট দেহ পছন্দনীয় হয়েছে।

পুরুষদের কাউকেই বলা হয়নি কোনো নারীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার মাধ্যমে তাদের পছন্দ বিবেচনা করা হবে। টনি সোফিয়ার দিকে তাকিয়ে ছিলেন টানা ১৩ সেকেন্ড। স্টেফানির দিকে তাকিয়েছেন ১১ সেকেন্ড আর তৃতীয় জনের দিকে তাকান ৬ সেকেন্ড।

এদিকে, জে দাবি করেন, তার কাছে কেউ-ই আকর্ষণীয় মনে হননি। তবে তিনি স্টেফানির দিকে সবচেয়ে বেশি সময় ধরে তাকিয়ে ছিলেন। আবার ম্যাট অ্যাথলেট দেহের সোফিয়ার দিকে দুই বার বেশ কিছু সময় ধরে তাকান।

টনি জানান, আমার স্কোর দেখে বিস্মিত হইনি। স্টেফানি বেশ মজা করছিলেন। তাই তার প্রতি বেশি আগ্রহবোধ করেছি।

সবমিলিয়ে সবচেয়ে কম স্কোর করেছেন স্লিম দেহের অধিকারী রোচে। তার দিকে ২৯ শতাংশ সময় ব্যয় করেছেন অংশ নেওয়া পুরুষরা। সবচেয়ে বেশি স্কোর স্টেফানির, ৩৬ শতাংশ। আর সোফিয়া দ্বিতীয়তে আছেন ৩৫ শতাংশ স্কোর নিয়ে।

নতুন এক গবেষণায় বলা হয়, পুরুষরা স্লিম দেহের নারীদের প্রতি আকৃষ্ট হন। কারণ এই দেহকে তারুণ্য, উর্বরতা এবং কম রোগাক্রান্ত বলে মনে করা হয়।



ইউনিভার্সিটি অব অ্যাবারডিনের গবষেকরা ‘ফিটনেসের বিবর্তন’ বুঝতে পুরুষদের মানসিকতা ধরার চেষ্টা করেন। স্লিম দেহের নারীদের ফিট বলে মনে করা হয়। গড় বিএমআই এর ১-২০ বছর বয়সী নারীদের সবচেয়ে উর্বর বলে মনে করা হয়। ভবিষ্যতে তাদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম বলে বিশ্বাস প্রচলিত রয়েছে। সূত্র : ডেইলি মেইল

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: