গুগল তার ম্যাপ ফিচারে যোগ করেছে নতুন একটি অ্যালার্ট সিস্টেম, যেটি রাস্তায় চলাচলের সময় আপনাকে জানিয়ে দেবে আপনার গন্তব্য, পথের জ্যামের অবস্থা এবং আরো পরামর্শ দেবে কোন রুটে গেলে আপনি দ্রুততম সময়ে পৌঁছাতে পারবেন সেখানে। আপাতত শুধু যুক্তরাষ্ট্রের শহরগুলোতে এই সুবিধা শুরু হলেও এটি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে যাবে বলে গুগল আশা করছে। এ খবর জানিয়েছে টেক ক্রাঞ্চ।গুগল অবশ্য আগে থেকেই রাস্তায় ট্রাফিক অবস্থা সম্পর্কে জানিয়ে এসেছে। তবে নতুন এই আপডেটে ব্যবহারকারী শুধু তার গন্তব্য ইনপুট করলে গুগল এগিয়ে আসবে তার সম্ভাব্য রুটগুলোর সম্পর্কে ধারণা দিতে এবং জানিয়ে দেবে সে রুটগুলোর বর্তমান অবস্থা। সব রুটের জ্যাম এবং ব্যস্ততা হিসাবনিকাশ করে গুগল জানাবে কোন রুটে গেলে সবচেয়ে দ্রুত এবং কম সময়ে পৌঁছানো যাবে গন্তব্যে।এমনকি কোন রুট ধরে চলতে থাকলে তার সামনে কোনো জ্যামে পড়ার সম্ভাবনা থাকলে এবং জ্যামে কতক্ষণ বসে থাকতে হবে সে খবরও জানাবে গুগল। আর এই জ্যাম থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কোনো রুটের খোঁজও মিলবে গুগল ম্যাপের ওপর নজর রাখলে।
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: