Tuesday, July 23, 2019

সড়ক দূর্ঘটনায় পুলিশের এএসআই ‘আব্দুল হাই’ নিহত



তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামের আব্দুর রহমান ঠাকুরের একমাত্র পুত্র আব্দুল হাই। তিন ছেলে এক মেয়ের জনক এএসআই আব্দুল হাই ঠাকুর ময়মনসিংহে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন।সোমবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে তারাকান্দার রূপচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্ত্রীকে নিয়ে তিনি মোটর সাইকেলযোগে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে রূপচন্দ্রপুর এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিলে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন।আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আব্দুল হাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পঙ্গু হাসপাতালেেই রাত ১০টার দিকে তিনি মারা যান।
নিহত আব্দুল হাই ঠাকুর ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে পদোন্নতি পেয়ে এএসআই হন। সম্প্রতি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় যোগদান করেছিলেন।
এএসআই আব্দুল হাই ঠাকুরের স্ত্রী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মুকুট দাস মধু
তাড়াইল,কিশোরগঞ্জ

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: