
বন্যা পরিস্থিতি অবনতিতে উদ্বেগ প্রকাশ করে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেছেন, দূর্গত জনপদে ব্যপক ত্রাণ তৎপরতা চালানো প্রয়োজন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি
রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা দেশের বন্যা
পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ কথা বলেন।
মঙ্গলবার (২৩ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দূর্গত জনপদে ব্যপক ত্রাণ তৎপরতা চালানো প্রয়োজন।
বন্যা বিপর্যয় কাটিয়ে উঠতে জনগণের পাশে
দাঁড়ানোর জন্য তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান। বন্যায় ক্ষতিগ্রস্ত
উত্তরজনপদের গাইবান্ধা ও কুড়িগ্রামে ত্রাণ কার্য পরিচালনার জন্য বাংলাদেশের
ওয়ার্কার্স পার্টি একটি টিম পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের
নেতৃত্বে অংশ নেবে বলে বিবৃতিতে জানান হয়।
0 coment rios: