Tuesday, July 23, 2019

গাইবান্ধায় দলের ত্রাণ বিতরণ তদারকি করবেন ফখরুল

গাইবান্ধায় দলের ত্রাণ বিতরণ তদারকি করবেন ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ফাইল ছবি

বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণের জন্য শনিবার (২৭ জুলাই) গাইবান্ধা যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ জুলাই) থেকে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণের কথা ছিল। কিন্তু কমিটি গঠনসহ নানা কারণে সেটি পিছিয়ে ২৭ জুলাই করা হয়েছে বলে দৈনিক জাগরণকে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। 
তিনি জানান, বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় নেতাদের সংশ্লিষ্ট করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। স্থানীয় নেতারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন। 
শায়রুল কবির জানান, ওইদিন গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে বিএনপি মহাসচিব ত্রাণ বিতরণ করবেন। তিনি আরও জানান, ২৮ জুলাই বগুড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য বন্যার্ত এলাকায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে।
এর আগে সোমবার বন্যা দুর্গতদের জন্য বিএনপি ৫টি ত্রাণ কমিটি গঠন করে। বন্যা কবলিত জনপদের মানুষের পাশে দাঁড়াতে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে পাঁচটি আলাদা ত্রাণ কমিটি গঠন করে বিএনপি। 
এসব কমিটিতে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ময়মনসিংহে, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রাজশাহী ও খন্দকার আবদুল মোক্তাদির সিলেটে, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রংপুর ও  খায়রুল কবির খোকনকে ফরিদপুর বিভাগের প্রধান করে বিভাগীয় ত্রাণ কমিটি গঠন করা হয়। বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির প্রধান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ত্রাণ কমিটির সঙ্গে একটি করে মেডিকেল টিম থাকবে। এছাড়া, প্রতিটি এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প করা হবে। সোমবারের কেন্দ্রীয় ত্রাণ কমিটির বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত হন এবং ত্রাণ কার্যক্রম জোরদারের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: